Songs and musical hub
| Title: | Shob Feley Gechhi Choley l সব ফেলে গেছি চলে |
|---|---|
| Singer: | Sayeeda Shampa & Bijoy Mamun |
| Lyricist: | Golam Murshed |
| Composition: | Bijoy Mamun |
| Music Arrangement: | Bijoy Mamun |
| Label: | Gaan Janala |
“সব ফেলে গেছি চলে” গানটি নিয়ে গানের গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
“সব ফেলে গেছি চলে” এই ডুয়েট গানটি আমার লিখা । সুর এবং সঙ্গীতায়েজন করেছে বিজয় মামুন।
কন্ঠ দিয়েছে ডঃ সাঈদা শম্পা এবং বিজয় মামুন।
আমি এযাবৎ যে কয়টা গান লিখেছি এবং সেসব গানের যারা সুর করেছেন , তার মধ্যে “ভাল না লাগা লিরিক এবং সুর“
তো থাকারই কথা। কিন্তু আমাদেরকে সেটা বের করার দায়িত্ব দিলে, আমরা দু’জনই কিন্তু বিরক্তি প্রকাশ করে ভ্রু কুঁচকাবো । ভাবখানা এমন, আমরা “ভাল হয় নি” এমন গান তৈরী করতেই জানি না…! বেশীরভাগ ক্ষেত্রেই এটাই বোধয় স্বাভাবিক। এটা এক ধরণের সরল পক্ষপাতিত্ব।
তবে “সব ফেলে চলে গেছি” গানটি সেরকম পক্ষপাতদুষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, সেই হলফনামায় হাসিমুখে সই করবেন গানটির শ্রোতারা, গানটি শোনার পর, এটা মনে হয় বলা যেতে পারে।
কন্ঠশিল্পী দু’জন প্রাণ ঢেলে গানটি গাওয়ার ব্যাপারে কোনো রকম কার্পণ্য করেনি। ভালবাসার ঘোর লাগা বৃষ্টিতে ভেজা, মিষ্টি বিরহের গানটি, শ্রোতাদের হলফনামায় কি লিখা ভেসে উঠবে শেষে, তার অপেক্ষায় থাকলাম।
সব ফেলে গেছি চলে
ভেবেছি যাব ভুলে
এই দেখনা চোখে কান্না
তোমায় মনে করে
যেতে আমি পারিনি দূরে।
যেতে যেতে পথে পথে
পথ গেলো হারিয়ে
সেই পথে ব্যথার স্রতে
খুঁজেছি তোমাকে
নিজের কাছে তাই সারাক্ষণ
হেরে যাই চুপ করে
এই দেখনা চোখে কান্না
তোমায় মনে করে
যেতে আমি পারিনি দূরে।
ভেবেছিলাম ফিরব না তো
সেই চেনা শহরে
দেখি শহর অস্টপ্রহর
মনেরই ভিতরে
নিজের কাছে তাই সারাক্ষণ
হেরে যাই চুপ করে
এই দেখনা চোখে কান্না
তোমায় মনে করে
যেতে আমি পারিনি দূরে।