guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Reshmi Churi Nil Ghuri l রেশমী চুড়ি নীল ঘুড়ি
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Rupok Akondo
Music Arrangement: Rupok Akondo
Label: Gaan Janala
Story Behind The Song

“রেশমী চুড়ি নীল ঘুড়ি” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর কিছু কথা :

আমার লিখা এই গানটিতে কণ্ঠ দিয়েছে শিল্পী সাঈদা শম্পা।
সুর এবং সঙ্গীতায়োজন করেছে রূপক আকন্দ।

বহুলাংশে জড়িয়ে থাকা , বেদনা বিদ্ধ এবং অপ্রাপ্তিতে ভরপুর আমাদের এই জীবনে বছরের কিছু কিছু দিন আসে , যে দিন গুলোতে নির্মল আনন্দে আমরা নেচে উঠি, হারিয়ে যাই , ভেসে যাই ইচ্ছে-ভুবনের আকাশে। দুঃখ আছে বিরহ আছে….তাতে  কি যায় আসে, এরকম ফুরফুরে ভাবনায়।
পৃথিবীর তাবৎ বাঙালিদের জন্য বাঙলা বছরের প্রথম দিন অর্থাৎ “পহেলা বৈশাখ” সেরকমই একটা দিন।
আর সে নিয়েই “রেশমী চুড়ি নীল ঘুড়ি” গানটির আয়োজন।

মাত্র আড়াই মিনিটের এই গানটি শ্রোতাদের ক্ষণিকের জন্যে হলেও সেই ইচ্ছে ভুবনের আকাশে টেনে নিয়ে যাবে।

গানের শিল্পী শম্পা সেই কাজটি
দারুণ ভালোবাসা দিয়ে, মুন্সিয়ানার সাথে করেছে।

শ্রোতাদের জন্য শুভেচ্ছা রইলো।

Lyric

বাতাসে ধরে নেশা
ধরে যে তুফান
তুফানের খবরে নতুনেরই টান
নতুন মানে সুখের গান
দুঃখের অবসান
তালপাতার বাঁশিতে ধরে সুখের টান।
তাইরে নাইরে নাইরে নাই
গাই সুখের গান
তাকধুমাধুম তালেরই সুখের আহবান ।।

আহা! কি নদীর জলে
ঢেউয়ে কলোতাল
হেয়ো রে গান ধরে উদাস মাঝির প্রাণ
মনডা মিঠাই সব যে খাই
সাথে খাই খিলি পান
রেশমী চুড়ি নীল ঘুড়ির গল্প অফুরান
তাইরে নাইরে নাইরে নাই
গাই সুখের গান
তাকধুমাধুম তালেরই সুখের আহবান ।।