Songs and musical hub
Title: | Kicchu Chawar Pashey l কিছু চাওয়ার পাশে |
---|---|
Singer: | Sayeeda Shampa |
Lyricist: | Golam Murshed |
Composition: | Rupok Akondo |
Music Arrangement: | Rupok Akondo |
Label: | Gaan Janala |
শিল্পী “ সাঈদা শম্পা“ এর কণ্ঠে “কিছু চাওয়ার পাশে” শিরোনামের গানটি নিয়ে gaan janala এর পক্ষ থেকে গান জানালা এর চেয়ারম্যান গোলাম মোর্শেদ এর কিছু কথা :
গানটির সুর এবং সংগীত করেছে রূপক আকন্দ। রূপকের
বয়স খুব বেশী নয়। তবে ওকে আমি গান এবং সুরের একজন মাতবর হিসেবেই বিবেচনা করি। গান নিয়েই তার ধ্যান জ্ঞান পড়াশোনা সারাবেলা। সারা পৃথিবীর গান শোনে রূপক । একটু খেয়াল করলেই তার সৃষ্টিকর্মে বৈচিত্র্যের স্বাদ অনুভব করা যাবে সে কারণে। তার সুরের একটি গান থেকে আরেকটি গান আলাদা। “কিছু চাওয়ার পাশে” গানটি তারই একটি তরতাজা উদাহরণ।
এবার শিল্পী সাঈদা শম্পা প্রসঙ্গ। শম্পার একটি আবেগ মেশানো মশলাদার কন্ঠ আছে। বিভিন্ন ধাঁচের গান সে গাইতে পারে সাবলীলতায় । গানের মেজাজ বুঝে, কণ্ঠে মশলা ঢালার কৌশল তার জানা । সবার কাছে সেটা আলাদা রকম ভাল লাগার বিষয় বলেই আমার ধারণা।
আমি নিজে শম্পার গলা কে আলাদা মাপেই দেখে থাকি একই কারণে। “কিছু চাওয়ার পাশে” গানটি শোনার সাথে সাথে শম্পার গাওয়া আগের গানগুলো পাশাপাশি রাখলে , কিছুটা হলেও সেটা বোঝা যাবে।
রূপক একদিন ভর দুপুর বেলা বাসায় এসে হাজির গিটার হাতে। আমাকে বসিয়ে বললো, আপনার লিখা একটা লিরিকের উপর সুর দিয়েছি। কেমন হয়েছে বলবেন। পর পর তিনবার একটানা শুনলাম গানটি।
আবিষ্কার করলাম, সুরটিতে আছে মাদকতায় আচ্ছন্ন করা প্রেম, বিরহ, চাওয়া-পাওয়ার অমিল হিসেব এবং তারপরও পথ চলার আগ্রহের ব্যঞ্জনা। । আমার চোখে তাকিয়ে রূপক বুঝে নিয়েছে, কেমন লেগেছে গানটি আমার। তাই আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি বললো রূপক…..”এই গানটি শম্পা আপু গাইলে ভালো হয় । সুর করার পর আমার মনে হয়েছে, এটা শম্পা আপুর গান”।
……….গানটির পেছনের গল্পটা এরকম।
সব শেষে প্রত্যাশা, শ্রোতারা কণ্ঠশিল্পী সাঈদা শম্পাকে ভিন্ন ভাবে চিনে নিবেন এ গানের মধ্য দিয়ে, ভিন্ন রকম ভালো লাগায়।
কিছু চাওয়ার পাশে
না পাওয়ার বোঝা
করে শুধু জ্বালাতন
দুঃখ সবার আগে
আসে আঙ্গিনায়
বোঝাই কাকে
বোঝে না তো মন ।।
যখন উড়ে পাখী
আকাশে ভাসিয়ে এ জীবন
ভাবে সে সূর্য দেবে
ভোরের লগন
ভাবেনি তো সে,মিথ্যে স্বপন
ভুলে গেছে পাখী
উড়তে এখন ।।
আঁধারও তো হয় রঙীন
ভালবাসা ছুঁয়ে দিলে মন
তাকে তো যাবে না ছোঁয়া
বোঝানো যাবে না
হৃদয় নাটাবন ।