Songs and musical hub
Title: | Kanai Tumi l কানাই তুমি |
---|---|
Singer: | Bhabo Sindhu |
Lyricist: | Golam Murshed |
Composition: | Bhabo Sindhu |
Music Arrangement: | Sajib Das |
Artwork: | Risad |
Label: | Gaan Janala |
“কানাই তুমি” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ
ফোক এবং আধ্যাত্মিক আঙ্গিকে লিখা “কানাই তুমি” গানটির সুর করেছে ‘ভব সিন্ধু’ এবং সংগীতায়োজনে ছিলো জনপ্রিয় “সজীব দাস” ।
“গান জানালা” এর মাধ্যমে আমরা কিছু কিছু এক্সপেরিমেন্টাল কাজের উদ্যোগ নেয়ার চেষ্টা করিমাঝে মাঝে। যেমন বিগত সময়ে একটি গানের একক এবং দ্বৈত ভার্সন বাজারে অবমুক্ত করা হয়েছে। শ্রোতারা আগ্রহের সাথে সেটা গ্রহণ করেছে ।
একই ভাবে এই গান নিয়ে ভিন্ন চিন্তা করার প্রয়াস পেয়েছি আমরা। গানটি মূলতঃ একটি একক গান। তবে একক কণ্ঠে দু’জন শিল্পী আলাদা ভাবে গেয়েছে। অর্থাৎ এর Male Version এবং Female Version দুটোই তৈরী করা হয়েছে, যাতে কন্ঠ দিয়েছে শিল্পী ‘সাঈদা শম্পা’ এবং ‘ভব সিন্ধু’।
লক্ষ্য করলেই শ্রোতারা দেখতে পাবেন, গানটিতে পুরুষ কণ্ঠ যে দিয়েছে, সে নিজেই গানটির সুরকার। তার নাম ভব সিন্ধু ।
আর নারী কণ্ঠে আছে , গান জানালা এর প্রিয় পরিচিত মুখ শিল্পী সাঈদা শম্পা ।
প্রথমে, শিল্পী সাঈদা শম্পার প্রসঙ্গে আসি। এ যাবৎ আমার লিখা অনেক গুলো গানে শম্পা কণ্ঠ দিয়েছে। প্রত্যেকটা গানই প্রায় বলতে গেলে আলাদা আলাদা স্বাদের। কিন্তু গাওয়ার সময় শম্পার কোনো গানে বেগ পেতে হয়নি। এখানেই শম্পার কণ্ঠের আলাদা পারদর্শিতা ।
তবুও , একটু খুঁটিয়ে দেখলে দেখা যাবে, ফোক আঙ্গিকের গানে শম্পার গায়কীর সাবলীলতা কিঞ্চিৎ স্পষ্টতর ।
“কানাই তুমি” গানটিতে কান লাগিয়ে শুনলে সেটা বুঝতে অসুবিধা হবে না। মিহি সুরের ব্যঞ্জনা এবং দরদ ফুটে উঠেছে, এই গানে, শম্পার গায়কীতে ।
এই গানটির পুরুষ কণ্ঠ “ভব সিন্ধুর” কথা বলি ।
ভব এর সাথে আমার পরিচয় দুই বছরের মতো হয়েছে। আমার লিখায় সুর করার ইচ্ছে প্রকাশ করেছিলো ভব। সে ভাবেই ওর সাথে কাজের শুরু। হাতে গোনা গোটা সাত-আট টা সুর করেছে এ পর্যন্ত। কিন্তু প্রথম থেকেই ভব কে ভীষণ ভাল লাগতে লাগলো। ওর সুর সৃষ্টির মেধাকে আবিষ্কার করতে দেরী হলো না আমার। ক’দিন পরপর ভব আমার বাসায় আসলে , আমরা একসাথে বসি। সেদিন অন্ততঃ একটা গানের সুর তৈরী হয়ে যায়। ভব আসার আগেই আমি লিরিক রেডি করে রাখতে চেষ্টা করি ।
“কানাই তুমি” গানটি তৈরী হওয়ার পর দু’জনে মিলে ঠিক করলাম, এটা শম্পা গাইবে। আবার ঠিক তখনই আমার মনে হলো, এই গানটার একটা Male Version করলে কেমন হয়। ভব এর মাথার আশে পাশেও ছিলো না যে , আমি তাকেই এই প্রস্তাব দিবো ।
বললাম, ‘ভব, তোমাকেও এই গানটা গাইতে হবে। কিঞ্চিৎ বিস্ময় এবং আনন্দ ওর চেহারায় ফুটে উঠলো। সুরকার যদি নিজে তার গানে কণ্ঠ দেন, সেই গানে স্বাভাবিক কারণেই একটা বাড়তি ভালো লাগার ছাপ থেকে যায় , গানের ভিতর।
যাই হোক, শম্পা এবং ভব দু’জনই আলাদা ভাবে কন্ঠ দিলো গানটিতে। শ্রোতারা একই গানে ভিন্ন দুই রকম মশলা মিশ্রিত স্বাদ পাবেন দু’জনের কণ্ঠ থেকে। আমার ভালো লাগবে, তাই যদি হয়।
আজ ২১ নভেম্বর ২০২৪ তারিখে “গান জানালা” এর ব্যানারে গানটি দু’জন শিল্পীর কণ্ঠে একই দিনে এবং একই সময়ে অবমুক্ত হচ্ছে ।
একই গান, তবে কিছুটা হলেও দু’রকম ভিন্ন ভাল লাগায় গানটি শুনতে পাবেন শ্রোতারা, এটা তাদের জন্য একটা বাড়তি পাওয়া , সেটাই প্রত্যাশা ।
গান বেঁচে থাকুক কানে কানে এবং মানুষের মনে।
কানাই তুমি নাই জানিয়াও
রইলাম পথের ধারে বসে
এক জনমের দন্ড নিলাম
সত্য প্রেমের দোষে ।
তুমি থাকো কোন মূলকে
জমিনে না অন্তরীক্ষে
না খুঁজিলাম না ভাবিলাম
না দেখিলাম একটিবারও
আমার দুটি চোক্ষে
তবু অন্তর সাজাইলো ঘর
তোমায় পাবো আশে
এক জনমের দন্ড নিলাম
সত্য প্রেমের দোষে ।
তোমায় ভেবে থাকতাম সুখে
আশারই দ্বীপ জ্বেলে বুকে
না জানিতাম ভালো ছিলাম
আসিবে না খবর শেষে
কাঁন্দাইলো আমাকে
একটা জীবন হয় কি এমন
সুখের অভিলাষে
এক জনমের দন্ড নিলাম
সত্য প্রেমের দোষে ।