guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ei Sohore l এই শহরে
Singer: Bijoy Mamun
Lyricist: Golam Murshed
Composition: Bijoy Mamun
Music Arrangement: Bijoy Mamun
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“এই শহরে” গানটির ‘Male Solo Version’ এর ব‍্যাপারে  গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

“গান জানালা”  চ‍্যানেল কিছু কিছু গান নিয়ে নিরিক্ষামূলক কাজ করে আসছে প্রথম থেকেই। “এই শহরে” গানটিও তার একটি। এটিকে দ্বৈত এবং একক দুই রকম ভাবেই সাজানো  হয়েছে। দ্বৈত গানটি মাস দুয়েক আগে বাজারে এসেছে ।

এবার একক পুরুষ কন্ঠের পালা। গানটি অবমুক্ত হচ্ছে আজ ২৮ নভেম্বর ২০২৪ তারিখে সন্ধ‍্যা ৬ টায় । কণ্ঠ দিয়েছে শিল্পী বিজয় মামুন।
সুর এবং সঙ্গীতায়োজন শিল্পী বিজয় মামুনেরই।

বরাবর শহরে বড় হওয়া দুই মানব মানবীর জীবনের কসমোপলিটান বাস্তবতায় , পার্থিব চাওয়া-পাওয়ার ঘূর্ণিপাকে , হৃদয়ের অন্তর্দ্বন্দে, কি করে প্রেম-ভালবাসার রঙ নিজেদের কাছেই ফিকে হয়ে যায়,  এই গান তারই করুণ ব্যঞ্জনাকে তুলে ধরার চেষ্টা করেছে।

এবার শিল্পী প্রসঙ্গ  :
বিজয় মামুন আমার পছন্দের শিল্পী। ওর  কন্ঠ এবং সুরে সাবলীল আধুনিকতা আছে, যা শ্রোতাদের কাছে আলাদা ভাবে নজর কাড়ার মতো ।”বিজয়”  নামের একটি ব‍্যান্ডেরও ও দলনেতা।
বিজয় মামুন সম্পর্কে আমি একথা যোগ করতে পারি, ও যদি নিষ্ঠার সাথে এবং পরিকল্পনামাফিক গানকে  নিয়ে এগিয়ে যায়, এদেশের ব‍্যান্ড এবং আধুনিক গানের জগতে ওর একটা মজবুত জায়গা তৈরী হবে , সন্দেহাতীতভাবে। সফলতার সুবাস ছড়িয়ে মামুন এগিয়ে যাচ্ছে।”এই শহরে” গানটির একক উপস্থাপনার মাধ্যমে সেই সাফল্যের মুকুটে আরো একটি পালক যোগ হবে বলে আমার প্রত্যাশা।

পারদর্শিতার সাথে গানটির বিষয়বস্তু কে যথাযথ ভাবে তুলে ধরেছে শিল্পী বিজয় মামুন ।

প্রিয় শ্রোতাদের জন্য রইলো অফুরান ভালবাসা এবং শুভেচ্ছা

Lyric

এই শহরে তুমি আমি দুরে
একলা জীবন করি পার
এই শহরে পথে ইমারতে
ঘুরে বেড়ায় করুণ চিৎকার  
তুমি আর হবে না আমার ।

কি দাম আছে কবে কার কাছে
হৃদয় কে করেছে উজাড়
বালুঘড়ি কাঁটা লিখে গল্পটা  
চায় না জীবন পুরাতণ ভার  
তুমি আর হবে না আমার ।।

কি সুখ ভেবে মন উড়ে যাবে
মন নতুনের খোঁজে পারাপার
সুতো ছেঁড়া ঘুড়ি ফিরবে না ঘরে  
স্মৃতির পিছুটান, টানে হাহাকার  
তুমি আর হবে না আমার ।।