guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Bhober Nodi l ভবের নদী
Singer: Bappa Mazumder & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Lucky Akhand
Music Arrangement: Bappa Mazumder
Cinematographer: Anand Sarker
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Risad
Label: Gaan Janala
Story Behind The Song

“ভবের নদী” গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর কিছু কথাঃ

আমার গান লিখা পর্বের শুরু থেকেই বলতে গেলে আমি “দ্বৈত গান” তৈরীতে কাজ করে আসছি । শ্রোতারাও সব সময় দ্বৈত গানের প্রতি তুলনামূলক ভাবে বাড়তি আগ্রহ দেখিয়ে থাকেন।
আমার লিখা লাকী আখন্দ-সামিনা, ফাহমিদা- বাপ্পা এই দুই জুটির দুটি অ্যালবাম ‘আনন্দ চোখ’ এবং ‘এক মুঠো গান-১’ গত ২০ বছর থেকে আজ অবধি মানুষের মুখে মুখে।

গত দুই বছরে আমার লিখা বেশ ক’টি  নতুন দ্বৈত কণ্ঠের গান বাজারে এসেছে ‘গান জানালা’ এর ব্যানার থেকে।তার মধ্যে বেশীর ভাগ গানেই নারী কণ্ঠে ছিলো  শিল্পী সাঈদা শম্পা, যে গুলো একই মাপে  দেশে এবং দেশের বাইরে আদৃত হচ্ছে ।

তবে এবারের “ভবের নদী”  গানের ব্যাপারে শ্রোতাদের বাড়তি আগ্রহ থাকবে মূলতঃ দুটি কারণেঃ
.......গানটির সুরকার লাকী আখন্দ ।
.......গেয়েছে , বাপ্পা মজুমদার এবং সাঈদা শম্পা ।

প্রায় ৮/৯ মাস আগে আমারই লিখা এই দু’জন শিল্পীর একটি দ্বৈত দেশাত্মবোধক গান ‘আমরাই তো বাংলাদেশ’ শিরোনামে বাজারে এসেছিলো।গানটি অনেক অনেক দিন থেকে যাবে মানুষের মনে।

আর সে কারণেই , সেই সময়টাতে আমরা তিন জন মিলে  ( তখন  প্রবাসে  বসবাসরত শিল্পী সাঈদা শম্পা স্বল্পকালীন ছুটিতে ঢাকায় এসেছিলেন) ঠিক করলাম যে আরও একটা দ্বৈত গান হোক এই জুটির। আমি  লাকী আখন্দের সুরে আমার লেখা গানের লিস্ট থেকে মনে মনে খুঁজতে থাকলাম  এবং  পেয়ে গেলাম একটা দ্বৈত গানের জন্য সুন্দর এবং উপযোগী গান । বাপ্পাকে বললাম,  লাকী ভাইয়ের সুরে একটা গান আছে  “ভবের নদী” শিরোনামে। বাপ্পা বললো , বাহ্, সুন্দর কথা তো ! এখনই কি একটু শোনা যাবে? আমি অফিসে ফোন করে বললাম  আমাকে এই গানটা এখনই পাঠিয়ে দিতে।   বাপ্পা গানটা শুনলো এবং বললো খুব পছন্দ হয়েছে । কি দারুন সুর, কি যে ভেরিয়েশন লাকী ভাইয়ের সৃষ্টিতে ! এখানেই লাকী ভাই অনন্য !
বাপ্পা বললো , ঠিক আছে আমি এর মধ্যে গানটার মিউজিক করে ফেলবো।

বাপ্পার সাথে কাজ করার আরামটা হচ্ছে  আমাদের দেশে হাতেগোনা মিউজিশিয়ান যারা বুঝে গায় এবং বুঝে সুর আর মিউজিক করে , বাপ্পা তাদের মধ্যে অন্যতম। যাই হোক, আলাপ শেষ করেই আমরা তিনজন বিদায় নিলাম। তারপরে এক সপ্তাহের মধ্যে গানটার মিউজিক মোটামুটি তৈরি হয়ে গেল। বাপ্পা আমাকে ফোনে জানালো   গানটা  ভয়েস দেওয়ার মতো হয়ে গেছে। প্রথমেই বলবো আগে শম্পা  গেয়ে দিক । তারপর আমি আমার ভয়েস দিবো।

সেভাবেই কাজ হলো। বাপ্পার স্টুডিওতেই শম্পা  ভয়েস দিলো। দু’দিন পরে বাপ্পা ভয়েস দিলো।  
তারপরের এক সপ্তাহের মধ্যে গানের শ্যুটিংটা হয়ে গেলো বাপ্পার স্টুডিওতেই ।  এভাবেই লাকী আখান্দের সুরে  চমৎকার একটা গান পুরো  চেহারা নিলো বাপ্পা মজুমদার এবং সাঈদা শম্পার দ্বৈত কন্ঠে।

এখানে একটা কথা বলতেই হবে,  গানটি পুরোপুরি রেডি করার কাজে, আমাদের তিন জনের সাথে প্রথম থেকেই অদৃশ্য ভাবে উপস্থিত ছিলেন যে মানুষটি, তার নাম লাকী আখন্দ।
মনে হচ্ছিলো, লাকী ভাই আছেন বসে, আমাদের ডানদিকে অথবা  বামদিকে। ওনার  যে তৃপ্তির ভঙ্গি,  সেই ভঙ্গিতেই উনি হাসছেন এটা মনে হচ্ছিলো।

এই ডিসেম্বরের প্রথম সপ্তাহে গানটা বাজারে আসবে   “গান জানলার” ব্যানারে।  একটা ভালো লাগার গান, প্রিয় শ্রোতারা পেতে যাচ্ছেন, এইটুকুই বলবো।

বাকী কথা সময় এবং শ্রোতারা বলে দিবেন নিশ্চয়ই ।

Lyric

ভবের নদী সাগরেতে লাগলো প্লাবন
কেউ চলে গেলো দুরে
কেউ বসত নিলো তীরে
তুমি বন্ধু আমার মনের স্বপ্ন ভিটায়
রেখে দিও মন ।
তুমি বন্ধু আমার মনের স্বপ্ন ভিটায়
রেখো তোমার মন ॥


দেখবো আকাশ আজ তোমার সাথে
যদি হাত রাখো হাতে
পাখীদের ডানাতে ভেসে
হারাবো রূপকথাতে ।
দু’চোখে নেই আর, বিষাদ আঁধার
সূর্যতে সাজাই লগন
আর তো নয় বেদনা, বিফল রোদের
আলোর ভাবনা যে এখন ।


ভালবাসার সুখ স্পর্শ বুকে
হৃদয়ে ভয় কি থাকে
বিষন্ন পৃথিবীর ধূলো
সরাবো হাসি মুখে ।
স্বপ্নরা জিতবে জানি তখন
স্বপ্নতে ভাসবো দু’জন
লিখবো সেই কথাটা শেষ কবিতায়
ভালো বাসি যে ভীষণ ।