Songs and musical hub
| Title: | E Kemon Holo l এ কেমন হলো |
|---|---|
| Singer: | Sayeeda Shampa |
| Lyricist: | Golam Murshed |
| Composition: | Sajib Das |
| Music Arrangement: | Sajib Das |
| Cinematographer: | Anand Sarker |
| Video Edit & Color: | Ashik Rahman |
| Artwork: | Risad |
| Label: | Gaan Janala |
“এ কেমন হলো”
“এ কেমন হলো” শিরোনামের গানটির গীতিকবি গোলাম মোর্শেদ এর গানটি নিয়ে কিছু কথা :
গানটিতে কন্ঠ দিয়েছে প্রিয়মুখ সাঈদা শম্পা ।
সুর এবং সঙ্গীতায়োজনের কাজটি করেছে আরেকজন প্রিয় মানুষ সজীব দাস।
দেখা গেছে, সজীব এবং আমি মিলে শিল্পী শম্পার জন্য কোন গান তৈরিতে বসলে বেশির ভাগ ক্ষেত্রেই মেলোডি ভিত্তিক বিরহের গান করে ফেলি। এইবারের গানটি আলাদা রকমের। একটি মিষ্টি সুখানুভূতির গান “এ কেমন হলো” ।
শম্পার একটি আলাদা যোগ্যতা আছে বলে আমার ধারণা । সেটা হচ্ছে, যে কোন আঙ্গিকের গানেই তার কন্ঠে সাবলীলতা খুঁজে পাওয়া যায়।
এই গানটি তার পোক্ত উদাহরণ। গানটি শোনা ছাড়াও, শ্যুটিং এর সময়েও তার সাবলীল অভিব্যক্তিতে সেটা খুব স্পষ্ট ।
“গান জানালা” এর প্রিয় শ্রোতারা গানটি শুনে আরাম এবং আনন্দ মেশানো স্বাদ পাবেন, আশা রাখছি।
শ্রোতাদের জন্য রইলো অফুরান ভালোবাসা ।