guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Shopno Ghatok
Singer: Fahmida Nabi, Bappa Mazumder, Lincoln D'costa, Sabrina Saba, Rupok Akondo
Lyricist: Golam Murshed
Music Arrangement: Rupok Akondo
Composition: Rupok Akondo
Label: Gaan Janala
Story Behind The Song

আমাদের পাহাড়চারিণী সাইক্লিস্ট বন্ধু রেশমা নাহার রত্না (Ratna) সড়ক দুর্ঘটনায় আমাদের ধানমণ্ডির আড্ডা আর আকাশপ্রদীপ থেকে চিরদিনের জন্য নাই হয়ে গেলো।
গীতিকবি Golam Murshed ভাই দীর্ঘদিন মন খারাপ নিয়ে কষ্ট ভুলতেই সম্ভবত লিখলেন, প্রতিবাদী এই গান। আমাদের Rupok Akondo সেই গীতিকবিতায় সুর বসিয়ে সঙ্গীতায়োজন করে ফেললো।
রত্নার জন্য বেদনা-পাহাড় নিয়ে গাইলেন Fahmida আপা, Bappaদা, Lincoln D Costa , Sabrina Saba আর রূপক। প্রিয় Sharmin Lucky আপার আবৃত্তির মহিমা যুক্ত হয়ে কাজটা আরও আকর্ষক হয়ে উঠেছে।
খন্দকার গালিবের মিক্সিং এন্ড মাস্টারিং এ সেই গান এলো এবার সবার জন্য।
গানজানালার এ গান শুনুন, Gaan Janala সাবস্ক্রাইব করুন, বন্ধুকেও শোনান, নিরাপদ সড়কের দাবি জোরালো করুন।

Lyric

জগিং এর দলে আর প্রিয় সাইকেলে

দিতো পাড়ি সে কুয়াশার ভোর

তার পায়ের পাতায় পাতায় শিশিরের আস্তর।


জগিং এর দলে আর প্রিয় সাইকেলে

দিতো পাড়ি সে কুয়াশার ভোর

তার পায়ের পাতায় এখন বেদনার আস্তর


ভাবেনিতো সে জিবনের হবে দাম এতো সস্তা

হাজারো স্বপ্ন বানাবো লাশ, ঘাতকের ঢাকা।

যতদিন ঘাতকবিহীন নিরাপদ হবে না রাস্তা

শহর বন্দর গ্রামে ঝুলবে প্রতিবাদের তালা


চেয়েছিল মেয়ে যাবে ছুঁয়ে উঁচু থেকে উঁচু

স্বপ্ন এখন তার কাফনে ঢাকা

তারাদের সাথে আছে সে বহুদূর।


যত তারা ডাকি কাছে

মিছে এই চাওয়া

পাহাড়ও জানে তারে যাবে না ছোঁয়া।


আহা – ভাবিনিতো সে জীবনের হবে দাম এতো সস্তা

হাজারো স্বপ্ন বানাবে লাশ, ঘাতকের ঢাকা।

যতদিন ঘাতকবিহীন নিরাপদ হবে না রাস্তা

শহর বন্দর গ্রামে ঝুলবে প্রতিবাদের তালা।