guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ei Buker Akash l এই বুকের আকাশ
Singer: Sharalipi
Lyricist: Golam Murshed
Music Arrangement: Omit Titu
Composition: Omit Titu
Label: Gaan Janala
Story Behind The Song

“এই বুকের আকাশ” গানটি নিয়ে গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথা :

স্বরলিপি কে নিয়ে কিছু বলতে গেলে বারেবার আমি একই কথা বলবো যে, ও এযাবৎ যতোগুলো মৌলিক গান গেয়েছে , তার কোন কোনটি অথবা কোন গানটি ভাইরাল হয়েছে, তার পরিসংখ্যান আমার কাছে নেই। তবে  এ প্রজন্মের হাতে গোনা  যে ক’জন শিল্পীর কন্ঠের উপর ভরসা করা যায়, স্বরলিপি নিঃসন্দেহে তাদের একজন।

আমার লিখা “এই বুকের আকাশ” গানটি স্বরলিপির কন্ঠে আজ মুক্তি পাচ্ছে , গান জানালার ব্যানারে।। শিল্পী যার পর নাই আবেগ এবং  আন্তরিকতা ঢেলেছে গানটি গাওয়ার সময়।
আমার খুব ভাল লেগেছে।

গানটির সুরকার এবং সঙ্গীতায়োজক অমিত টিটুর সাথে আমি গান-রান্নায় মাঝে মাঝে নিয়মিত ভাবে বসি, মাত্র বছর দেড়েক হোলো।এর মধ্যেই ওর সুর এবং সঙ্গীত তৈরীর মেধা আলো ছড়িয়েছে আমার মনের ভিতরে।শ্রোতারাও এ ব্যাপারে আমার কথায় সায় দিবেন আশা করি ।

“এই বুকের আকাশ” গানটি শোনার পর শ্রোতারা তাদের নিজস্ব পছন্দের গানের তালিকায় এই গানটিকেও যুক্ত করবেন , এতটুকু প্রত্যাশা

Lyric

এ বুকের আকাশ
খালি হয়ে গেলো
যখন তোমার
চলে যাওয়া দেখেছি ।
এই বেঁচে থাকার মানে মুছে গেলো
স্বপ্ন যখন ভেঙ্গে গেছে জেনেছি ॥

সঘন স্মৃতির মেঘ কুন্তলে
কান্না বুকের ছবি এঁকে চলে
সে মেঘের কাছে লিখে রেখেছি
কতো যে তোমায় ভালবেসেছি ।
এই বেঁচে থাকার মানে মুছে গেলো
স্বপ্ন যখন ভেঙ্গে গেছে জেনেছি ॥

আমারই সবুজ মরু হয়ে গেছে
তবু পিছুটান পিছু ছাড়ে না যে
সে তুমি একবার দ্যাখো না আসি
তুমি ছাড়া আমি , কবে মরে গেছি ।
এই বেঁচে থাকার মানে মুছে গেলো
স্বপ্ন যখন ভেঙ্গে গেছে জেনেছি