guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Kichhu Ki Peyechhilam l কিছু কি পেয়েছিলাম
Singer: Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Music Arrangement: Omit Titu
Composition: Omit Titu
Label: Gaan Janala
Story Behind The Song

“কিছু কি পেয়েছিলাম” গানটি  নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথাঃ

গানটিতে কন্ঠ দিয়েছে শিল্পী সাঈদা শম্পা।

সুর এবং সঙ্গীতায়োজন করেছে অমিত টিটু।

ব্যাথায়  মোড়ানো এক ভিন্ন রকম আধুনিকতায় সাজিয়ে সুর করেছে অমিত , এই গানটির জন্য। তাই গানটি বের করার ব্যাপারে  আলাদা রকমের আগ্রহ ছিলো আমাদের দু’জনেরই। ইচ্ছে ছিলো , গানটির ভিডিও যেদিন বাজারে আসবে, দু’জন এক সাথে বসে দেখবো।

কিন্তু, আজ ৫ই ফেব্রুয়ারি ২০২৪ তারিখে একটু পরে অর্থাৎ সন্ধ্যা ৬ টায়  “গান জানালা” এর YouTube Channel এবং Facebook থেকে গানটি যখন বেরুবে, তখন  অমিত টিটু শুয়ে থাকবে ঢাকা শহরের কোনো এক হাসপাতালে। দু’দিন হোলো অমিতের অপারেশন হয়েছে। হাসপাতাল ছাড়তে আরও ৫/৬ দিন সময় লাগবে। ব্যাপারটা ভাল লাগছে না। আমরা দু’জনই ব্যথায় মোড়ানো থাকবো এ সময়টাতে।

গানটি খুব পছন্দের ছিলো শিল্পী সাঈদা শম্পার। কন্ঠ দিয়েছে সেরকম আবেগ দিয়ে। সুদূর আমেরিকায় বসে শম্পাও  নিশ্চয় বিষন্ন থাকবে আজ সন্ধ্যা বেলায়, একই কারণে।

শেষে , তবে এটাও জানি, গানটি যখন শ্রোতাদের মন ছুঁয়ে যাবে, বারেবার শুনতে চাইবে গানটি, তখন খারাপ লাগার মেঘ সরে যাবে। জায়গা করে নিবে আমাদের মনে, ভালো লাগার ভীষণ রোদ্দুর।

Lyric

কিছু পেয়ে কিছু হারিয়ে

একদিন খুব কেঁদে ছিলাম

একদিন সেই ভুলের গল্প

নিজেই আমি মুছে দিলাম

আর ভাবলাম কিছু কি পেয়েছিলাম

 

প্রতিদান চায় না হৃদয়

 তবু আখিজলে ভিজে যায় সময়

 এ কেমন হলো

সে দূরে চলে গেলো,

সে স্মৃতিটাকে পথের বাকে

তাই ফেলে এলাম

 আমি যে ফেলে এলাম

আর ভাবলাম কিছু কি পেয়েছিলাম

কিছু পেয়ে কিছু হারিয়ে

একদিন খুব কেঁদেছিলাম

 

এ জীবন হায়রে কেমন

দেখা পাবো না

সুখেরই লগন সব মিছে হলো

সব ভুলে ভরা ছিলো

তাই দুটি চোখে আধার কালো

রঙ মেখে নিলাম কালো রঙ মেখে নিলাম

আর ভাবলাম কিছু কি পেয়েছিলাম ।