Songs and musical hub
| Title: | Khola Rickshwa l খোলা রিক্সা | 
|---|---|
| Singer: | Bijoy Mamun & Sayeeda Shampa | 
| Lyricist: | Golam Murshed | 
| Composition: | Bijoy Mamun | 
| Music Arrangement: | Bijoy Mamun | 
| Label: | Gaan Janala | 
“ভ্যালেন্টাইনের” বিশেষ গান “খোলা রিক্সা” এর গীতিকবি গোলাম মোর্শেদের গানটি  নিয়ে কিছু কথাঃ
দুঃখ-বিরহ বিষয় ছাড়া সুখ-আনন্দের গান আমি সাধারণতঃ লিখি না, এরকম একটা ধারণা আছে , শ্রোতাদের কাছে। সেখানে ভরপুর সুখ ছড়িয়ে ভ্যালেন্টাইনের গান সাজাবো, সেটা আমার  জন্য ছিলো ভিন্ন অনুভূতির ব্যাপার।
গানটির সুর এবং সঙ্গীতায়োজন  করেছে বিজয় মামুন। দ্বৈত গানটির পুরুষ কন্ঠ মামুনেরই। “
“খোলা রিক্সা” গানটির সুর তৈরী হওয়ার  পর মনে হয়েছে, সুরটা যেন খোলা রিক্সার দু’জনকে নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে।
এবার শিল্পী সাঈদা শম্পার কথা বলি। এই গানে তার গায়কীর-মেধা আরো দ্যুতি ছড়িয়েছে।তুমুল খোলা আনন্দে সে গানটিতে কন্ঠ ঢেলেছে।
আমাদের জীবনের ভ্যালেন্টাইন এই গানের মতো হোক সারা বছর, শেষে এই প্রত্যাশা।