guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Khola Rickshwa l খোলা রিক্সা
Singer: Bijoy Mamun & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Music Arrangement: Bijoy Mamun
Composition: Bijoy Mamun
Label: Gaan Janala
Story Behind The Song

“ভ্যালেন্টাইনের” বিশেষ গান “খোলা রিক্সা” এর গীতিকবি গোলাম মোর্শেদের গানটি নিয়ে কিছু কথাঃ দুঃখ-বিরহ বিষয় ছাড়া সুখ-আনন্দের গান আমি সাধারণতঃ লিখি না, এরকম একটা ধারণা আছে , শ্রোতাদের কাছে। সেখানে ভরপুর সুখ ছড়িয়ে ভ্যালেন্টাইনের গান সাজাবো, সেটা আমার জন্য ছিলো ভিন্ন অনুভূতির ব্যাপার। গানটির সুর এবং সঙ্গীতায়োজন করেছে বিজয় মামুন। দ্বৈত গানটির পুরুষ কন্ঠ মামুনেরই। “ “খোলা রিক্সা” গানটির সুর তৈরী হওয়ার পর মনে হয়েছে, সুরটা যেন খোলা রিক্সার দু’জনকে নিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে। এবার শিল্পী সাঈদা শম্পার কথা বলি। এই গানে তার গায়কীর-মেধা আরো দ্যুতি ছড়িয়েছে।তুমুল খোলা আনন্দে সে গানটিতে কন্ঠ ঢেলেছে। আমাদের জীবনের ভ্যালেন্টাইন এই গানের মতো হোক সারা বছর, শেষে এই প্রত্যাশা।

Lyric

তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা
হারাবো পথে আজ, যতো ইচ্ছা
মেঘ সুখ সুখ বৃষ্টি নামুক
অথবা রোদে , আলোর জলসা
যতো ইচ্ছা ।
তুমি আমি যাচ্ছি খোলা রিকশা ॥

বাতাসে ভেসে , যদি ঝড় আসে
দুটি হাত তোমার , তবু ছাড়বো না
ছাড়বো না
ভুলবো না ভালোবাসা ।
যদি তুমিহীন হই কোনোদিন
পাবো না খুঁজে গুগল ম্যাপে
কোনো হাসপাতালের নাম
যেখানে তুমিহীন
অসুখের হবে চিকিৎসা।
তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা
হারাবো পথে আজ যতো ইচ্ছা ॥

খোলা রিক্সায় দু’জনে আজ
খুলে দিবো হৃদয়ের দামী আকাশ
রঙধনু রঙ গুলো হয়ে যাবে ফিকে
আমাদের দিকে অনিমেষ তখন তাকিয়ে।
খোলা রিক্সার সিংহাসনে
আজ তুমি মহারাণী
আমি পৃথিবীর বাদশাহ ।
তুমি আমি যাচ্ছি, খোলা রিক্সা
হারাবো পথে আজ, যতো ইচ্ছা
মেঘ সুখ সুখ বৃষ্টি নামুক
অথবা রোদে , আলোর জলসা
যতো ইচ্ছা ।