guitar
a

Music Details

Songs and musical hub

Credit Line
Title: Ontorer Sukh Tumi l অন্তরের সুখ তুমি
Singer: Raghab Chatterjee & Sayeeda Shampa
Lyricist: Golam Murshed
Composition: Sajib Das
Music Arrangement: Lucky Akhand
Cinematographer: Anand Sarker
Video Edit & Color: Ashik Rahman
Artwork: Ashik Rahman
Label: Gaan Janala
Story Behind The Song

“ অন্তরের সুখ তুমি”  গানটি নিয়ে গানটির গীতিকবি গোলাম মোর্শেদের কিছু কথা :

প্রবাদপ্রতিম সুরকার লাকী আখন্দ এর সুরে এবং সজীব দাস এর সংগীতায়োজনে দ্বৈত কণ্ঠের গানটি গেয়েছেন পশ্চিম বাংলার সমাদৃত শিল্পী রাঘব চ্যাটার্জি এবং আমাদের দেশের সম্ভাবনাময়ী কণ্ঠ সাঈদা শম্পা। 
দুজন মিলেই গানটির আবেগের চাহিদাকে পুরোপুরি মিটিয়েছেন, এ ব্যাপারে সবাই একমত পোষণ করবেন , আশা রাখছি।

গানটির  ভিডিও এর পেছনের কলা কুশলীদের আলাদা ভাবে সাধুবাদ জানাতেই হবে , একটা মিষ্টি রোমান্টিক এবং কিঞ্চিৎ ব্যথা-দোলানো গল্পকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। 
এর মধ্যে সিনেমাটোগ্রাফিতে আনন্দ সরকার এবং তার টিমের সদস্যরা, এডিটিংএ আশিক এবং সহকারী রিশাদের নাম না বললেই নয়।
এছাড়া বিশেষ করে , বাস্তবে পেশাগত ভাবে একজন আর্কিটেক্ট  কিন্তু এই ভিডিও এর প্রেমিকা মডেল ‘আনন্তি’ এবং তার প্রেমিক ‘কাঞ্চন’ দুজন মিলে দারুণ কাজ করেছে। আনন্তির সাবলীল অভিনয় সেদিন সবাইকে মাতিয়ে রেখেছিলো।

আর….লাকী ভাই এর সুরের গান মানেই তো ভিন্ন অনুভূতির আনন্দ। গানটি কোন কোন  শিল্পীকে দিয়ে গাওয়ানো হবে , সেটা নির্ধারণ করার আগে এমনিতেই লাকি ভাইয়ের কণ্ঠে গাওয়া  গানটা এদেশের একজন খ্যাতিমান সিনিয়র শিল্পীকে  শুনিয়েছিলাম। গানটি শোনার সাথে সাথে উনি নিশ্চিত ভঙ্গিতেই বললেন, এটা লাকী আখন্দের সুর করা গান নয় ! লাকী ভাইয়ের তুলনাহীন দরদ মাখা  কণ্ঠে গানটি শোনানোর পরেও ওনার ধারণাকে আমি বদলাতে পারেনি। তবে ব্যাপারটা খারাপ লাগেনি আমার। বরং মনে হয়েছে,  মানুষ অন্যরকম ভাবে ভাববে  যে, লাকী ভাই তাঁর চেনা ঘরানার বাইরে গিয়ে সুর করেছে , আমার লিখা লিরিকের উপর…..একটা ভিন্ন রকম স্বাদ শ্রোতাদের উপহার দেয়ার জন্য ।

বাকি কথা প্রিয় শ্রোতারাই বলবেন।

Lyric

অন্তরের সুখ তুমি,অন্তরের আকাশে সুখের নীহারিকা নাম অন্তরের সুখ তুমি,অন্তরে আছো যে তাইতো তুমি প্রিয় নাম। আমি হাজার ফুলে গাঁথা ভালবাসার কথা তোমার কাছে জানালাম ও তুমি আজও আমার চোখে সবুজ বিকেল বেলা নিঝুম জ্বোনাক জ্বলা গ্রাম তুমি যতো দূরের ছায়াপথেই থাকো দু'চোখের তারায় রেখো এই সুহাস পাখীর মন,আছে যেখানে সেখানে মন হারালাম ।।
এই মনটা যে এমন কেন মনের দেখা পেলে দুঃখের দীঘল হিসাব ভুলে যায় সেই দুঃখ নদীর জল সাতার দিয়ে আমি তোমার কূলে দাড়ালাম । আমি স্বপ্নে হারিয়ে দুহাত বাড়িয়ে হৃদয় তোমাকে দিলাম
আমি পাথরের পাষাণে ফুল ফোটাতে কত না বৃষ্টি হলাম এই বর্ষা শ্রাবণে তোমাকে পেয়েছি রেখেছি মনেরই দাম ।।